পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া অভিশাপ না আর্শীবাদ
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া অভিশাপ না আর্শীবাদ
![]() |
হোড়ারদিঘী ,নশিপুর , গাবতলি, বগুড়া ।
আমাদের গ্রাম বা ইউনিয়ন [এর বাহিরে বলতে পারব না তবে তারা আমাদের চেয়ে অনেক উন্নত শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্যর দিক দিয়ে আমি মনে করি ] অনেক পিছিয়ে আছে । আমাদের এলাকার লোকজন যারা একটু মুরুব্বি এরা পারে শুধু কান পড়া দিতে [ আমি সবাইকে বলতিছি না ] তাদেরকে নোবেল পুরুষ্কারে ভুষিত করা উচিত। আশা করি আগামি বছর নোবেল কমিটি এ বিষয়ে দৃষ্টি রাখবেন।
আমদের মুরুব্বি জন মনে করেন পড়া লেখা বলতে প্রাথমিক তারপর মাধ্যমিক অনেকেই এখনেই শেষ করে চাকরির সন্ধানে নেমে পরেন [মেয়েদেরকে এর আগেই বিয়ের পিড়িতে বসতে হয় ] আবার অনেকেই চায় উচ্চমাধ্যমিক শেষ করে চাকরি বড়জোর আজিজুল হক কলেজে অনার্স করা । আমদের দেশে অনেক বিশ্ববিদ্যালয় আছে । এগুলোর নাম অনেকেই জানেন না । ইদানিং এটার বেশ বিস্তার ঘটছে । বছর চারেক আগের কথা আমাকে জিজ্ঞাস করা হইছিল ঢাকা কোন ইউনিভার্সীটি - ঊত্তরা, নর্থ সাউথ না জাহাঙ্গীরনগর । আমি তেমন কিছু বলি নাই আমি শুধু বলছিলাম শাহবাগের পরেই যে ইউনিভার্সিটি সেটাতে। এ থেকে এটা স্পষ্ট প্রতিয়মান হয় যে, তারা আসলে জানেন না ।একদিন তো এক প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষকের সাথে বেশ ভালই চলছিল । উনি বলেন ঢাক বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রাইভেট আর ঊত্তরা, নর্থ সাউথ এগুলো পাবলিক । আমি তাকে সম্মান জানিয়ে বলে আসলাম আপনি কষ্ট করে আবার ভাল করে জানবেন , জানাতে ভুল থাকতে পারে ।
আর কান পরা এত নিত্য দিন চলে ।
এ পর্যন্ত ঢা বি তে ভর্তির পর কিছু কথা শুনতে হইছে। যেমন
১। এখানে পড়ে কি লাভ । আমার ছেলে তো আজিজুল থেকে পড়েই অনেক কিছু করতেছে
২। ভর্তি হতে লবিং করা লাগছে নাকি । আর কত টাকা লাগছে ব্লা ব্লা ব্লা ব্লা
৩। আমার কলেজের সম্মানিত এক শিক্ষক কল দিয়ে আলীম কেমনে চান্স পাইলা টাকা পয়সা দিছ নাকি । আমার এক ছেলে অর্তি পরিক্ষা দিচ্ছে টাকা পয়সা যা লাগবে দিব আমি।
৪।আমার খুবি পরিচিত একজন রিলেটিভস কেউ না সে তার ছেলেকে আইনে ভর্তি করাবে, টাকা যা লাগে দিব একটা ব্যবস্থা কর ।
৫। আজকে এক জন ফোন দিয়ে বলে আলীম দুর্নীতি করে ভর্তি করানোর কোন সু্যোগ আছে কিনা ।
এছাড়াও অনেক কিছু শুনতে যা শুনে আমাকে অবাক হতে হয় ।
ভাইরে তুমি তোমার যোগ্যতা দিয়ে নিজেকে জাহির কর নিজেকে ভাল লাগবে, আত্ততৃপ্তি থাকবে ।
আমাদের স্কুল বা কলেজে যে শিক্ষক পাঠদান করেন তা আমি মনে করি অন্যান্য স্কুল কলেজ থেকে অনেক ভাল । আশা করি আমরা দুর্নিতি,ঘুষ , অন্যের কান পরা তে কান না দিয়ে আমরা আমাদের সততা, ন্যায়-নিষ্টা, নিজস্ব মনোবল নিয়ে সামনের দিক এগিয়ে যাব ।
facebook www.facebook.com/aleem.du
No comments
New comments are not allowed.